ডামুড্যায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১ আহত ৭
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৪:১১
শরীয়তপুরের ডামুড্যায় দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম নজরুল ইসলাম মোল্লা (৬৫) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা গ্রামের মৃত্যু মমিন আলি মোল্লার দ্বিতীয় ছেলে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ৬ টার সময় চর ভয়রা গ্রামে একটি স্বর্নের চেইন কে কেন্দ্র করে একই গ্রামের সালামত সরদার ও মিয়া চান সরদারের সাথে তর্ক বিতর্কে এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয় তা দেখে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা থামাতে গেলে সালামত সরদার গুরুপের এস এস এর পাইপের আঘাতে নজরুল ইসলাম মোল্লা মাটিতে পরে যান এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, নজরুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এস