বাঁশখালীতে বিপুল পরিমাণ চীনা মদ-বিয়ারসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৩:৫৮

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চীনা মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গুন্নারো বাড়ির সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ১১টার সময় বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা জেলার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে- ২৪টি কালো কাঁচের বিদেশী মদের বোতল, ৮৭টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ৯টি বড় লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ৩টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ২টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান ও ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান। এসব মদ ও বিয়ারের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা যায়।'

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিন যুবককে আটক করা হয়। পরে মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ চীনা মদ উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদ পেয়ে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চীনা মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। মূলত আসামিরা অবৈধভাবে বিদেশ থেকে এসব মাদক এনে শুল্ক ফাঁকি দিয়ে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টের জেটিঘাট হয়ে মাইক্রোবাসযোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।'

যাযাদি/ এস