মাদারীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৩:৪৯

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ছবি : যায়যায়দিন

পদ্মা অববাহিকায় বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায়, মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও এসডিএস এর বাস্তবায়নে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। 

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদাউস, এসডিএস এর মানব সম্পদ বিষয়ক পরিচালক অমলা দাস, এসআরএসপি প্রকল্প সমন্বয়কারী মো. মাকসুদুল্লাহ প্রমুখ। 

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, আনসারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিস, স্বেচ্ছাসেবীসহ সকলে যেন মানুষের পাশে দ্রুত গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সকলে একত্রে কাজ করলে যে কোন দুর্যোগ সহজে মোমাবেলা করা সম্ভব হয়।

যাযাদি/ এস