বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির সভা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ২১:৩২
আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ২১:৩৬
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হল রুমে বুধবার সকালে উপজেলা অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষ্যে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অর্থনৈতিক শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরাইয়া সুলতানার সঞ্চালনায় পরমর্শ মূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর রহমান, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, আতাউর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখ ।

কমিটির সভাপতি ইউএনও বলেন সত্য তথ্য তুলে আনতে সবার সহযোগিতা প্রয়োজন । মাঠ পর্যায়ে সঠিক তথ্য তুলে আনতে সরজমিনে কাজ করার তাগিদ দেন ।

অর্থনৈতিক শুমারি আগামী ১০ই ডিসেম্বর শুরু হয়ে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে । উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের বাস্তবায়নে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে