মাদক ব্যবসায়ীদের হামলায় একাধিক ব্যক্তি আহত

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১৯:৪১

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক পরিবারের সদস্যসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গত ৩ মার্চ রাত ৮টা ৩০ মিনিটের দিকে রওশন মার্কেট এলাকার বেবি ব্ৰাইট স্কুল সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, মাদক ব্যবসায় নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তার
পরিবারের সঙ্গে শত্রুতা করে আসছিল।

ঘটনার দিন তার ছেলে মোঃ সোহান দোকানে বসে থাকার সময়, মাদক ব্যবসায়ী আমির হোসেনসহ ১৩ জনের একটি দল এবং তাদের সহযোগীরা বেআইনি জনতাবদ্ধে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

বিবাদীরা লাঠি, দা, ও চাপাটি নিয়ে দোকানে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় কামাল হোসেনের ছেলে মোঃ সোহান এবং শালিকা লিপি গুরুতর আহত হন। তাদের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। হামলাকারীরা কামাল হোসেনের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়দের ওপরও আক্রমণ চালিয়ে তাদের জখম করে। এছাড়া দোকানের ক্যাশবক্স থেকে নগদ ২ লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং দোকানে ভাঙচুর করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়। হামলাকারীরা দোকান মালিকের স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আশেপাশের লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে আহত মোঃ সোহান এবং লিপি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনার পরে সম্প্রীতি শেফালি কে মাধক দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে একটি কুচক্রী মহল। পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সে মাদক উদ্ধার করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

যাযাদি/এসএস