মাদারীপুরের রাজৈরে দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ্। উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী সুমন মন্ডল, রাজৈর থানার এএসআই বিল্লাল হোসেন প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ্। এসময় হোটেলের রান্নাঘর এবং খাবার পরিবেশ স্বাস্থ্য সম্মত না থাকায় আল-মদিনা হোটেলের মালিক মো. শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা ও হাজী বিরিয়ানী হোটেলের মালিক মো. মোসারেফ হোসেনকে ১০ হাজার টাকা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ্ জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
যাযাদি/এসএস