জমি-সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, পরিবারের পাঁচ সদস্য আহত

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুর মহানগরের গাছা থানাধীন হাজিরপুকুর  এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রিপন তার পৈতৃক সম্পত্তিতে নির্মিত দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় মোস্তফা জামানসহ ছয়জন বিবাদী এবং তাদের সহযোগী ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসহ দোকানে আক্রমণ করে।

হামলার সময় রিপন বাধা দিলে তার ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। তার ভাই সাইদুল (২৫) ও পিতা আব্দুর রশিদ (৬৫) গুরুতর আহত হন। এছাড়া তার স্ত্রী মরিয়ম (২৫) এবং ভাইয়ের স্ত্রী রিনীকেও (২২) মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাইদুল ও আব্দুর রশিদ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ভুক্তভোগী রিপন গাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, হামলাকারীরা তাদের হুমকি দিয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখিয়েছে।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   

যাযাদি/এসএস