যশোরের চৌগাছায় দুই বছরের সাজার ভয়ে সহেল রানা (৩৭) নামে এক আসামী ১৪ বছর যাবৎ পলাতক জীবন যাপন করার পর অবশেষে গ্রেফতার হয়েছে।
বুধবার ২০ নভেম্বর ভোরে চৌগাছা থানার এএসআই খোরশেদ হাসান সঙ্গিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে অভিযান চালান। এ সময় দুই বছরের সাজার ভয়ে ১৪ বছর যাবৎ পলাতক জীবন যাপন করা সহেল রানা (৩৭) নামে এক আসামীকে গ্রেফতার করেন। পুলিশের দাবী তিনি ১৪ বছর প্রবাসে পলাতক ছিলেন।
এদিন পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশ পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলীকে আটক করেন। আটক শওকত আলী দশপাকিয়া গ্রামের মৃত তবজেল দফাদারের ছেলে।
একই রাতে সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দীনকে আটক করতে তার পৌর শহরের ফারানা টাওয়ার (বসতবাড়ী) রাত ১.৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ঘিরে রাখেন। পরে সকালে বাড়ীর মেনগেট খুলে ভিতরে প্রবেশ করলেও তাকে বাড়ীতে পাননি পুলিশ।
চৌগাছা থানার নবাগত ওসি পায়েল হোসেন জানান, সোহেল রানা একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে এতোদিন পালিয়ে ছিল। এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফারহানা টাওয়ারে অভিযান চালানো হয়। এছাড়া আওয়ামীলীগ নেতা শওকত আলীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যাযাদি/এসএস