বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে জিআইএস দিবস উদযাপিত 

গাজীপুর প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ১৯:১০
ছবি : যায়যায়দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগের আয়োজনে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

এ দিবস উপলক্ষে ২০ নভেম্বর (বুধবার) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে।

র‌্যালি শেষে এ দিবসের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ দিবসটির শুভ উদ্বোধন করেন। এসময় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় ট্রেজারার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর এ বিশ্বে জিআইএস ও রিমোট সেন্সিংয়ের ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এ দিবস উদযাপনের সাথে সাথে এর ব্যবহারের প্রতি যত্নশীল থেকে এ বিশ্ববিদ্যালয়কে আরো একধাপ সামনে এগিয়ে নিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ স্মার্ট ও ডিজিটাল কৃষি বাস্তবায়নে মাল্টিস্পেক্ট্রাল সেন্সরসহ ড্রোন ব্যবহার করে বিভিন্ন ফসলের উপর ট্রিটমেন্ট দিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করে ফসলভিত্তিক টেকসই মডেল তৈরি করেছে। বর্তমানে ড্রোন ইমেজ ব্যবহার করে ৬টি ফসলের উপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ভুট্টা, গম ও আলু ফসলে খরা ও উষ্ণতার কারণে ফলনের প্রভাব পর্যবেক্ষণ, তুলা ও টমেটো ফসলে ইউরিয়া সার ও সেচের বিভিন্ন মাত্রায় ফলনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ সব ফসলের ফলনের পূর্বাভাস মডেল তৈরি করছে।

এছাড়াও ভাওয়াল এবং মধুপুর শালবনের রিজেনারেশন এবং বিগত এক যুগে মধুপুর বন উজাড়ের বিশ্লেষণ গবেষণা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সকল সংরক্ষিত বনাঞ্চলের অবস্থা নিরূপণ নিয়ে কাজ করা হচ্ছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে