বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীবরদীতে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ১৮:২৮
ছবি-সংগৃহিত

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু রেজুয়ানা ও রিজভানা (১৮ মাস)। রাবিকুল ইসলাম রকির মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেজুয়ানা ও রিজভানা দুই জমজ বোন মা’সহ নানা আব্দুর রহমানের বাড়িতে বসবাস করতো। বুধবার সকালে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে তারা বসত বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে তাদের মা পুকুর লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দুই জমজ বোনকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে