ধান কেনা উদ্বোধন কৃষকের কাছ থেকে সন্দ্বীপে

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১৭:০৪

সন্দ্বীপ প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সন্দ্বীপে  সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছে সরকার। বুধবার  সকাল ১০ টায় সন্দ্বীপ  খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান কেনার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহফুল ইসলামের  সভাপতিত্বে সামাজিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন , বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাইফুল ইসলাম  বলেন, আমন  মৌসুমে ৩৩ টাকা কেজি দরে এই উপজেলায় অনির্ধারিত  কৃষকের কাছ থেকে সরাসরি  ৯৫৩ টন ধান ক্রয় করা হবে। এবং  একজন কৃষক সর্বোচ্চ  ৩ টন ধান বিক্রি করতে পারবে। 

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা  বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। সন্দ্বীপ থেকে সরাসরি ধান চট্টগ্রাম পাঠিয়ে কৃষক  নায্য মূল্যটি পাচ্ছিল না,  কৃষক যাতে তাদের নায্য মূল্য পায় আমরা সে লক্ষে কাজ করছি।

যাযাদি/ এম