বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা
প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
নেত্রকোণার বারহাট্টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয়করণ কর্মশালায় গঠিত স্টিয়ারিং কমিটির তৃতীয় সভাটি বুধবার বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির সমন্বয়ক মাজারুল ইসলামের পরিচালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।
ষ্টিয়ারিং কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে জেন্ডার সমতা উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মানে নারীর অংশগ্রহণ নিয়ে বিষদ ভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নারী সংগঠনের নেতৃবৃন্দ নাগরিক সমাজ যুব প্রতিনিধি ও সরকারের বিভিন্ন দলের কর্মকর্তাদের মাঝে প্রভাষক আমিনুল ইসলাম রেজভী, কবি মানুষ গুণ, আদিবাসী নেতা সমীরণ কুমার সিংহ, মহিলা পরিষদ নেত্রী নীলুফা সুলতানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা রাণী পাল আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন সহ কমিটি অন্যান্য সদস্য গণ উপস্থিত থেকে আলোচনা সভায় অংশগ্রহণ করেন
সভায় বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমি উপ পরিচালক নাসরিন বেগম ও জিএন্ডডাব্লিউওপিয়ের বাংলাদেশের প্রতিনিধি ফাহিমা আহমেদ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা মূলক মতামত প্রদান করেন।
যাযাদি/ এআর