মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে সেনাবাহিনীর নির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১৬:৩৯

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।


সোমবার উপজেলার দিশাবন্দের  মাহফুজুর রহমান ও নাছিমা বেগম দম্পতির হাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৪ বান টিন ও নগদ ৪ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিককালের বন্যায় ত্রাণ, নগদ অর্থ বিতরণ, খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ এবং বন্যা পরবর্তী সময়ে অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে পূণর্বাসন সহায়তাসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

যাযাদি/এসএস