শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গোসাইরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বানানোর জন্য মেম্বার রতন ঢালী গ্রুপ মেম্বার খলিল ভূইয়া গ্রুপের মধ্যে বুধবার সকালে তাদের সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের পলাশ ঢালী (৪২) আহত হয়েছেন।
আহত জেলা সেচ্ছাসেবক দলের প্রকশানা সম্পানদক পলাশ ঢালী বলেন, আমি চা খাইতেছিলাম তখন গোসাইরহাট ইউনিয়নের বিএনপির সভাপতি তাজুল ঢালী আমাকে খারাপ ভাষায় গালাগালি করা শুরু করে খোকন ঢালী, ইকবাল, খলিল ভূইয়াসহ ৪০-৫০ জন লোক নিয়ে এসে আমাকে লাঠি মারদর করে৷
গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক বলেন, আমাদের বিএনপির দুই গ্রুপের ভিতর একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে৷ সরকারী ভাবে নিয়ম হলো নির্বাচনের ১ মাসের ভিতর প্যানেল চেয়ারম্যান গঠন করার, বর্তমানে চেয়াম্যান অনুপস্থিত থাকার কারনে প্যানেল চেয়ারম্যান করাকে কেন্দ্র দুপক্ষে সংঘর্ঘ ঘটে৷ আমি এই ঘটনার জন্য দুঃখিত৷
এ বিষয়ে গোসাইরহাট থানার (ওসি) মো. মাকসুদ আলম বলেন, প্যানেল চেয়ারম্যান বানানো ঘটনাকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন আহত হয়েছে৷ তবে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিত শান্ত করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।