বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ১৪:০৪
ছবি: যায়যায়দিন

লালমনিরহাট সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবারের বন্যায় প্লাবিত হয়েছিলো। বন্যার পানি নেমে গেলেও কমেনি কৃষকদের দুঃখ দুর্দশা। বন্যা পরবর্তী উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব।

বুধবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটাহাট মাদ্রাসা প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোট ৪৩ জন কৃষক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য পেয়েছেন সার ও বীজ। একজন কৃষকে ৫০কেজি ডিএপি সার, ৫০ কেজি ইউরিয়া সার,১কেজি জিংক সালফেট, ১কেজি বোরাক সার, ৫ কেজি জিমসাপ, ১০ কেজি করে পটাশ সার ও ৩কেজি করে ভূট্টার বীজ দিয়েছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব নামে চট্টগ্রামের একটি সামাজিক সংগঠন।

সংগঠনের সদস্যরা জানায়, উত্তরবঙ্গের প্রতিটি বন্যার্ত এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসনে আমরা কাজ করছি। একজন করে কৃষক পাচ্ছেন ৬ হাজার টাকা সমমানের সার ও বীজ। এসব পরিবহনের জন্য কৃষকদের দেয়া হয়েছে যাতায়াত খরচ। আমাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

চট্রগ্রাম থেকে লালমনিরহাট জেলাগ আসা সংগঠনটির তিনজনের প্রতিনিধি দলের সদস্য হলেন আব্দুল্লাহ জুলকারনাইন,ইমরান উদ্দিন ফারুকি,দিদারুল ইসলাম ইমরান।

অনুষ্ঠানে মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, মদাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, অর্গানাইজিং সেক্রেটারি ইমরান উদ্দিন ফারুকি প্রমূখ।

উপজেলার মদাতী ইউনিয়নের চুয়েট অধ্যায়নরত সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে