উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ১২:০৬
রাজধানীর উত্তরায় উদযাপিত হলো দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ৫৯তম প্রতিষ্ঠা দিবস।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ড অডিটোরিয়ামে সি.ইউ এলামনাই উত্তরা সংগঠনের উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনেট ও সিন্ডিকেট সদস্য, চাকসুর সাবেক ভি.পি ও বিজিএমইএ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ এস. এম. ফজলুল হক, চাকসুর সাবেক জি.এস, ঢাকসুর সাবেক ভি.পি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, স্থানীয় সরকার কমিটির চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য ডক্টর তোফায়েল আহমেদ, অতিরক্ত সচিব ও ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট অথোরিটি লিমিটেড (মেট্রোরেল) এর এম.ডি আব্দুর রউফ, জোন- ২ ঢাকা এর কর কমিশনার ব্যারিষ্টার মোতাসিন বিল্লাহ ফারুকীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইয়ের উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি চাকুরীজীবিগণ।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৭ম ব্যাচ থেকে শুরু করে ৫৩তম ব্যাচের নবীন-প্রবীণ ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড যেন এক টুকরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রূপ ধারণ করে।
আয়োজনে উপস্থিত এলামনাইদের সংক্ষিপ্ত তথ্য সম্বলিত স্বারকগ্রন্থ প্রকাশ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইসহ আমন্ত্রিত গায়ক গায়িকারা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠা দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক মোঃ নূরুল আলম, উক্ত অনুষ্ঠান প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক ইমরুল খান, মঞ্জু আলম, কমিটির কো-অর্ডিনেটর মাজাহার, সদস্য সচিব জহির মাহামুদ, কমিটির সদস্য শাহাদাত হোসেন, ওয়াকিলুর রহমান, আব্দুস ছবুর, জয়নাল আবেদীন, মাসুদ, মুজাহিদ, রফিক, জুয়েল জাকারিয়া, আলী আহমেদ সহ কমিটির সকলের প্রচেষ্টায় আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
যাযাদি/ এসএম