কিশোরগঞ্জ উপজেলায় জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন 

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ২১:৩০

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে রুকনদের ভোটে নব নির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর জননেতা মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ডঃ খায়রুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর জনাব মাকসুদুর রহমান বিএসসি।

এ সময় কমিটি গঠনে মজলিসে শুরা সভায় পুনরায় সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ফেরদৌস আলম। এছাড়া নির্বাচিত হয়েছেন নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, সহ-সেক্রেটারী শিব্বির আহমেদ, রবিউল ইসলাম।  

এ ছাড়া কর্মপরিষদ সদস্য হয়েছেন- আখতারুজ্জামান বাদল, ফেরদৌস আলম, মঞ্জুরুল ইসলাম রতন, মাওলানা আফজালুল হক, ড: মোশারফ হোসেন বকুল, শিব্বির আহমেদ, রবিউল ইসলাম ও মাওলানা জাহেদুল ইসলাম।

এর আগে নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ শপথ গ্রহণ করেন। তাকে  শপথ গ্রহণ করান নীলফামারী জেলা জামায়াতের আমীর জননেতা মাওলানা আব্দুস সাত্তার।

যাযাদি/ এম