মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আটক ৫
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ২০:২৪
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তিন নারীসহ পাঁচ জনকে আটক করেন।
ধৃত ব্যাক্তির হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাস এর পুত্র কামদেব দাস(৪৫) হবিগঞ্জের লাখাই উপজেলার গোন্তোষপুর গ্রামের মনিন্দ্র দাস এর স্ত্রী মায়া রাণী দাস (৪৫) ও তার কন্যা মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাস এর কন্যা স্বপ্না রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাস এর পুত্র সুকেন দাস(১৯)। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ( পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/এসএস