টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এরশাদ নগর ১ নং ব্লকের সমাজ কল্যাণ রোডে শিশু হাসপাতালে সামনে থেকে কার্যক্রম শুরু করা হয়েছে।পর্যায় ক্রমে এরশাদ নগরে প্রতিটি ব্লকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা হবে।
বিএনপি নেতা কামরুল ইসলাম কামুকে এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।এ সময় বিএনপির নেতা কামরুল ইসলাম কামু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরের সকল জনগণকে একসাথে কাজ করতে হবে। বাসা বাড়িতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি সংবাদমাধ্যমকে ডেঙ্গু প্রতিরোধে নগরের সকল পর্যায়ের জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মো. মজিবুর রহমান, ৪৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, বাবুল চৌধুরী, যুবদল নেতা মিরাজ মিয়া,জিয়া উদ্দিন, মোজাম্মেল মিয়া,হারুন মিয়া,বাবুল মিয়া প্রমুখ।
যাযাদি/এসএস