সাঁথিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
পাবনার সাঁথিয়া উপজেলার সিএন্ডবি মোড়ে মঙ্গলবার( ১৯ নভেম্বর) সন্ধ্যায় সার এবং কীটনাশক এর দোকানে অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা না থাকা, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা এবং বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ৬ জন ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, কোনো সারের দাম বৃদ্ধি পায়নি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করে আইন অমান্য করছে।জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা কৃষি অফিসারসহ পুলিশ বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস