মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বেতাগীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম, ঘাতক গ্রেফতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৫২
ছবি: যায়যায়দিন

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত ছাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অষ্টম শ্রেণির ছাত্রী তৃশা আক্তারেক রামদাঁ দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুহূর্তের মধ্যে অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উক্ত ছাত্রী মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষনিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বখাটে যুবক পালিয়ে গেলেও পুলিশ হামলায় ব্যবহৃত রামদা উদ্ধার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক হাসান সিকদারেক গ্রেফতার করে।

পরে আহত ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে স্বজনরা আহত ছাত্রীকে বরিশাল নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে আসলে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়।

আহত স্কুল ছাত্রী তৃশা আক্তার উপজেলার সদর ইউনিয়নের রানিপুর এলাকার খোকন শিকদারের মেয়ে। সে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, বখাটে হাসান শিকদার দীর্ঘদিন যাবত তৃশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তৃশা প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে বিরক্ত করা শুরু করে। এক পর্যায়ে তৃশা তার পরিবারকে বিষয়টি জানালে তৃশার পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে। এতে হাসান তৃশার ওপর ক্ষিপ্ত হয়ে রামদাঁ দিয়ে তাঁর উপর আক্রমণ করে। এতে তাঁর দুইটি আঙ্গুলসহ শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক বলেন, হামলাকারী হাসান শিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে