চট্টগ্রামের পটিয়ায় নৈশ্য প্রহরীকে মারধর ও অস্ত্র ঠেকিয়ে ফের ২১ টি গরু লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের মরিয়ম এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতদল খামারে প্রবেশ করে নৈশ্যপ্রহরী আলাউদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৫) ও মো. রহিমকে (২০) হাতমুখ বেঁধে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ২১টি গরু লুট করে নিয়ে যায়। ঘটনার আগে খামারের সকল বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চৌধুরী ফার্ম থেকে একই কায়দায় ১৯ টি গরু লুটের ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে খামারের ব্যবসা করছেন উপজেলার ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল গ্রামের বাসিন্দা মোহাম্মদ তৌহিদ। তার খামারে ৩২টি গরু ছিল। এর মধ্যে মঙ্গলবার ভোর রাতে ডাকাতদল তার ২১ টি গরু লুট করে নিয়ে যায়। এই ঘটনায় খামারের ৩ শ্রমিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
মরিয়ম এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ তৌহিদ জানান, সোমবার রাত ১টা পর্যন্ত খামারে ছিলেন। পরে খামার বন্ধ করে নৈশ্যপ্রহরীরা ঘুমাতে যান। সকালে শ্রমিকরা ফোন রিসিভ না করায় দ্রুত খামারে এসে হাত-পা বাঁধা অবস্থায় ৩ শ্রমিককে উদ্ধার করি।পরে তাদের থেকে জানতে পারি খামারে ৩২টি গরুর মধ্যে ২১ লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। আরো ৩টি গরু জোরপূর্বক নিতে চেয়েছিল।
সম্ভবত গাড়িতে উঠানোর সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এই ৩টি গরু নিতে পারেরি। পটিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনা তদন্তের জন্য প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদের জন্য ৩ শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান।
যাযাদি/ এম