ময়মনসিংহের গফরগাঁওয়ে ইজারা ব্যতীত অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত জব্দকৃত বালুর নিলাম ডাক অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি মোবাইল কোর্টের মাধ্যমে ১১টি স্থানে এসব বালু জব্দ করেন ।
১১ জন ডাককারীর মধ্যে দুজন ডাক মূল্যের সম্পূর্ণ পরিশোধ করেছেন। নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ডাকের ২৫% অর্থ ডাককারীরা চালানের মাধ্যমে জমা দিয়েছেন। অবশিষ্ট টাকা ২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিলে বালু বিক্রির কার্যাদেশ দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি ।
সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন । উপজেলা সেনাক্যাম্পের দ্বায়িত্বরত কমান্ডার মেজর শরিফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলা পরিষদসহ পৌর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বিধান করে।
বিগত সরকারের আমলে অবৈধভাবে উত্তোলিত বালু মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়, যা নিলামে বিক্রয়ের মাধ্যমে প্রায় ৯,০৯,১১,২৫০/- রাজস্ব আদায় হলো।
যাযাদি/এসএস