গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক প্রদান
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৯:১৬
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে উপজেলার উচ্চ বিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার (১৮ নভেম্বর) কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি।
অনুষ্ঠান সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ শাজাহান সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হামিদ, এডভোকেট আব্দুস সোবহান সুলতান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, হাই স্কুল প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক শারমিন রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী মো: তামজিদুর রহমান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মো: রাকিবুল হাসান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়।
সংবর্ধিতরা হলেন নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা সাহা, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছাইফুল ইসলাম, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসিম, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল বারী, চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: মহসীন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শাহজাহান, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ নূর আহম্মদ ও সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনজুরুল হক।
যাযাদি/ এম