কক্সবাজারের চকরিয়ায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গ্রামীণ আদর্শ খামার প্রকল্পের উপকারভোগীদের কর্মশালার আয়োজন করা হয়েছে।
আনন্দ ও সিপের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ এম এ কুদ্দুছের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
সিপের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আরিফ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা আবু তাহের, আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পাল, সিপের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ও আনন্দের ট্রেনিং কর্মকর্তা ক্ল্যাসিটা ক্লারা রোজারিও প্রমুখ। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক, বাপ্পি শাহরিয়ার, এনজিও প্রতিনিধি, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘প্রান্তিক খামারিদের সরকারের পাশাপাশি এনজিও সংস্থা আনন্দ ও সিপ গরু, ছাগল, হাঁস-মুরগির রোগ প্রতিরোধের টিকা প্রদান করে নানাভাবে সহযোগিতা করছেন। খামারিদের নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছেন। অনেকে হাঁস-মুরগি ও ছাগল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন বলেন, এনজিও আনন্দ ও সিপ কৃষকদের বীজ ও কৃষি সরঞ্জাম প্রদান করেছেন। বিষমুক্ত সবজি চাষ করতে নানা প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছেন। এতে কৃষকেরা অনেক বেশি উপকৃত হচ্ছে। এ ছাড়া তাঁদের উপকারভোগীরা সেলাই ও নকশীকাঁথা প্রশিক্ষণ, নার্সারি, সবজি চাষ, হাঁস-মুরগি ও ছাগল পালন, উচ্চফলনশীল বীজ পেয়ে লাভবানও হচ্ছেন।
যাযাদি/এসএস