বগুড়ার আদমদীঘি উপজেলায় অনুষ্ঠিত্য জাতীয় শিক্ষা সপ্তাহ/২৪ এর শ্রেষ্ঠত্বদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন নির্বাহি অফিসার রুমানা আফরোজ। একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসরাম, সহকারি অধ্যাপক রবিউল ইসলাম, মাধাইল মাদরাসার সুপার মাওঃ রহমতুল্ল্যাহ, শিক্ষীকা মুক্তা রানী, শিক্ষার্থি হুমাইরা তাসফিয়া মিথিলা প্রমুখ। সভায় গত ৩০ এপ্রিল আদমদীঘি উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ/২৪ উদযাপন কমিটির ঘোষিত ফলাফলে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী সাংবাদিক হাফিজার রহমানের নাতনী হুমাইরা তাসফিয়া মিথিলা উপজেলার শ্রেষ্ট শিক্ষার্থী, কলেজ পর্যায়ে রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান, মাধ্যমিক পর্যায়ে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনজু আরা বেগমকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান, মাদরাসা পর্যায়ে ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার রহমতুল্ল্যাাহ ও সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।