বামনায় ডাকাতির সময় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

বামনা(বরগুনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে জমির দলিলসহ মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম(৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।

এ ঘটনায় আজ মঙ্গলবার(১৯ নভেম্বর) বেলা ১২টায় উত্তর কাকচিড়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাথীরা তাদের প্রাক্তন শিক্ষার্থী সৌদি আরব প্রবাসী মাসুদ ও ইলিয়াস হোসাইন এর মায়ের খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, উত্তর কাকচিরা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আ. আজিজ খান, তোফায়েল আহম্মেদ, মাদ্রাসা শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম, মোসা. রিপা আক্তার ও মোসা. পপি আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, তাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের মমতাময়ী মাকে যারা নৃসংশভাবে হত্যা করেছে তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

জানাগেছে, গত ১৪ নভেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে  উত্তর কাকচিড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুদ ও ইলিয়াসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে ফাতিমা বেগমকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।  পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙ্গে জমির দলিলপত্র, স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

যাযাদি/এসএস