চলতি বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড বীজ ব্যাবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে ধানের বীজ,উফশী জাতের শাখ সবজীর বীজ বিতরন কর্মসুচির উদ্বোধন। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অফিস চত্ত্বরে এই কর্মসুচির আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপ সহকারী কৃষি কর্মকর্তা সুবীর দেব,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেনা বেগম,মাহাবুুবুর রহমান,শামীমা ইয়াছমিন,নিহার রঞ্জন,সহ সদরের ৩৯জন উপ সহকারী কৃষি কর্মকর্তা,গণমাধ্যমকর্মী ও ২০০ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল সদরের মাইজপাড়া,হবখালী,চন্ডিবরপুর,আউড়িয়া,শাহাবাদ,তুলারামপুর,শেখহাটি,কলোড়া,সিঙ্গাশোলপুর,ভদ্রবিলা,বাঁশগ্রাম,বিছালী,মুলিয়া ও নড়াইল পৌর এলাকার ২২৮ গ্রামের ৬৪ টি ব্লকের আওতায় উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ৭৫০০ কৃষক,উফশী জাতের শাক- সবজীর বীজসহ নগদ ১০০০ টাকা ৮০০ কৃষক ও কৃষাণী এবং রবি মৌসুমে ইউনিয়ন ভিত্তিক মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের শাক সবজীর বীজ,মরিচ,টমেটো,লাউ,ব্রকলি,বেগুন,মিষ্টি কুমড়া,ফুলকপি,বাধাকপি সহ ডিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ কেজি সহ নগদ এক হাজার করে টাকা ১৫৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান ।
যাযাদি/এসএস