কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আলেচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৩০

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা, কচুয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা নোমান এবং শরিফের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলেচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কচুয়া ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক হিমেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কচুয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও কচুয়া থানা বিএনপির সদস্য আব্দুল আলিম সিকদার ডাবলু,এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সমন্বয়ক শেখ নাজমুল মোরসেদ নাদিম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কচুয়া ছাত্র দলের প্রতিষ্ঠাকালীল সাবেক সভাপতি আকবর হোসেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হাওলাদার,সাবেক ছাত্রদল নেতা সুজন শেখ, কচুয়া উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হোসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক কমিটির সাবেক ১ নং সদস্য ইমরান হোসাইন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধাংশু শেখর অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুবদল নেতা খায়রুজ্জামান লাবু, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মীর রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সৈকত,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: আসাদ শেখ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মেহেদী, বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, জাকির হোসাইন, জেলা ছাত্র দলের সাবেক সহ- ধর্ম বিষয়ক সম্পাদক পার্থ হালদার সহ কচুয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিন আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম