নেছারাবাদে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৫:০১
নেছারাবাদ উপজেলায় আজ সকাল ১০টায় উপজেলা চত্বরে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নের ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান এবং ১ হাজার ৪০০ জন কৃষকের মাঝে রবি ফসল বীজ ও সার বিতরণ করা হয়।
নেছারাবাদ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চপল কান্তি নাথ।
প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, সবাই দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে বিতরণ কার্য শেষ করতে পারি।
কৃষিবিদ চপল কান্তি নাথ বলেন, নেছারাবাদ উপজেলার ১০ ইউনিয়নে প্রান্তিক চাষিদের মাঝে বোরো মৌসুমে হাইব্রিড বীজ ধান এবং রবি ফসল বীজ ও সার বিতরণ কার্যক্রম আজ শুভ উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
যাযাদি/ এসএম