দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন দামুড়হুদা উপজেলাবাসীর কাগজে কিংবা পাথরে নয়, সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। দর্শনা ঐতিহ্য দিয়ে ঘেরা এ জেলা। এ উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি এখানে কাজ করব উপজেলার নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় দর্শনা প্রেসক্লাবে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে কামরুজ্জামান যুদ্ধের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জল হোসেন, দামুড়হুদা উপজেলা ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার ফারুক আহম্মেদ, দামুড়হুদা উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, দামুড়হুদা উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার।
এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল আরো বলেন, দামুড়হুদা উপজেলার নাগরিকদের প্রত্যাশা পুরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার চলার পথে ও কাজে কোথাও যদি ভুল হয়,বা আমি মনোযোগ দিতে না পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। দামুড়হুদা উপজেলার শিক্ষা, ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রুখতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ওসমান, সিনিয়র সাংবাদিক এফ এ আলমগীর, আওয়াল হোসেন, মনিরুজামান ধীরু, মনিরুজ্জামান সুমন, আহসান হাবিব, মাহমুদ হাসান রনি, হাসমত আলী, চঞ্চল, মাসুম বিল্লা, আব্দুল হান্নান, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, সুকোমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
যাযাদি/ এসএম