ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, আব্দুর রহিম, আজাদ মালদার, দিলদার হোসেন স্বপন, শাহাদাত হোসাইন, রবিউল হক রবি, ছিদ্দিক আল মামুন, সাইদ খানসহ অনেকে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনীতে আমি নতুন হলেও সবকিছু আপনাদের নখদর্পনে রয়েছে। পূর্বের সকল মতানৈক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসময় তিনি চলতি বছর ফেনীতে হওয়া ভয়াবহ বন্যা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা-সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনীর বন্যায় অন্তত ১৭০০ পরিবার গৃহহীন হয়ে সর্বস্ব হারিয়েছে। তাদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ আবাসনের ব্যবস্থা করা হবে। যেখানে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ঘরবাবদ ৮ থেকে ৯ লাখ টাকার বরাদ্দের মাধ্যমে বাংলাদেশে সেনাবাহিনীর সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি।
এছাড়াও সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রশাসক সাইফুল ইসলাম আরো বলেন, পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। আপনারা তথ্য দিলে আমরা ব্যবস্থা নিবো। শহরের যানজট, জেলার অবৈধ বালুমহল, সীমান্তে মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং দমন সহ নানান বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
যাযাদি/ এসএম