মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

কচুয়ায় ইউএনও'র উদ্যোগে কচুরিপানা অপসারণ 

সূর্য্য চক্রবর্তী, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৫
ছবি : যায়যায়দিন

কচুয়ায় খাল নদী পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আরিয়ামদ্দন শাখা খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী আফিসার কে এম আবু নওশাদ খালে নেমে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সাথে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন। এক যুগের ও বেশি সময় ধরে জমে থাকা কচুরিপানা পচে দূষিত হয়ে পড়ে এই এলাকার ৪ কিলোমিটার খালের পানি। শুধু তাই নয় কচুরিপানার কারণে পানি প্রবাহ বাধা গ্রস্থ হওয়ায় সংকটে পরে স্থানীয় কৃষকরা।

(শনিবার) কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই কচুরিপানা অপসারণের কাজ হাতে নেয় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণে ঝাঁপিয়ে পড়েছে নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, গ্রাম পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের প্রায় ৩ শতাধিক মানুষ ।

উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সকাল ৭ টা থেকে দিনব্যাপী একযোগে উত্তোলন করা হবে এই কচুরিপানা। প্রথম দিনে প্রায় ৪ কিলোমিটার এলাকা কচুরিপানামুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

এছারা গজালিয়ার লড়ারকুল এলাকার খালসহ এই উপজেলার বিভিন্ন খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম চলমান রাখা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে