হাটহাজারীতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১০:১৫

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

একাত্তরে মুক্তিযুদ্ধ না করেও যেভাবে অনেকে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল বর্তমানেও অনেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়ে নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে। এই ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে।

শনিবার এবি পার্টি হাটহাজারী উপজেলা আয়োজিত জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের দোয়া স্মরণ ও মুক্ত আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু‌ এ কথা বলেন। তিনি হতাহত পরিবারের দিকে উদ্দেশ্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না। বাংলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমে আমরা হতাহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো। 


বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার লোকমান, ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক, চবি'র প্রফেসর এনায়েত উল্লাহ পাটোয়ারী, বিএনপি'র ফটিকছড়ি উপজেলা আহবায়ক কর্ণেল অব. আজিমুল্লাহ বাহার প্রমূখ।

যাযাদি/ এস