লোহাগাড়ায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদন বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ওসমান গনি নামে এক ব্যক্তিকে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকা সত্বেও অনুমোদন বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে ২লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার রশিদের পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর টিম, এনএসআই প্রতিনিধি দল এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম সহযোগিতায় ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মুহাম্মদ ইনামুল হাছান জানান, জেলা এনএসআই এর প্রতিনিধি দলের গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে লোহাগাড়া সদরের রশিদার পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ওসমান গনি নামে এক ব্যক্তিকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ধারা মতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। গ্যাস সিলিন্ডারের মালিককে একদিনের মধ্যে ওই স্থান থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যাযাদি/এসএস