নভেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড চট্টগ্রামে
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৪০
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নভেম্বর মাসেই মৃত্যুর রেকর্ড হল চট্টগ্রামে।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুই জন হলেন ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুই জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, চলতি বছর ডেঙ্গুতে চট্টগ্রামে ৩৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে চলতি মাসেই ১৪ জনের মৃত্যু হয়। গত অক্টোবরে মারা গেছেন ৯ জন এবং সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই হিসেবে চলতি বছর নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সিভিল কার্যালয়ের তথ্যনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
তথ্যনুযায়ী, চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নগরীতে ২ হাজার ৩৬৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন। চলতি নভেম্বরে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৫৭ জন পুরুষ, ১ হাজার ১৭ জন নারী এবং ৬৭০ জন শিশু রয়েছে। এছাড়া যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু শক সিনড্রোম ও জ্বরে আক্রান্ত হয়ে ওমর ফারুকের মৃত্যু হয়। আর এক্সপান্ডেড ডেঙ্গু শক সিনড্রোমে শাবানার মৃত্যু হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
যাযাদি/এসএস