মনপুরায় মৎস্য আইন বাস্তবায়ন ও পাঙ্গাসের পোনা রক্ষায় মতবিনিময়

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৩২

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভোলার মনপুরায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে পাঙ্গাসের পোনা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছ ঘাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির, মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোকসেদুল ইসলাম, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সিনিয়র সহকারি পরিচালক মোঃ ফরিদ হোসেন, ভোলা মৎস্য অফিসের সহকারি কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী, জনপ্রতিনিধি মোঃ লোকমান হোসেন মেম্বার, মৎস্য ব্যবসায়ী সাইফুল পাটওয়ারীসহ রামনেওয়াজ মাছ ঘাটের বিভিন্ন মৎস্য ব্যবসায়ী, মাছধরা নৌকার মাঝি ও জেলেরা উপস্থিত ছিলেন।

                                                            
যাযাদি/এসএস