কটিয়াদীতে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৯:১৮

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করে আসছে বলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।


সোমবার দুপুরে ইউএনও কটিয়াদী কিশোরগঞ্জ নামে একটি ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম পোস্ট করে  সরকারি মোবাইল নম্বরটি ক্লোন একটি প্রতারকচক্র বিভিন্ন লোকজনের মোবাইল নম্বরে ফোন করে চাঁদা দাবি করার কথা জানান।

সর্বসাধারণের অবগতির জন্য ফেসবুকে ইউএনওর পোস্টটি ছিল, সুপ্রিয় কটিয়াদী উপজেলাবাসী,  আসসালামু আলাইকুম। একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার, কটিয়াদী এর অফিসিয়াল নম্বর ক্লোন করে  মোবাইল নম্বর ০১৯৮১৭৫২৮২৫ থেকে বিভিন্নজনের কাছে ফোন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। এতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকতে উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হলো। ইতোমধ্যে প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ, কটিয়াদী থানাকে অবহিত করা হয়েছে। ধন্যবাদ সকলকে।

গত ১৩ নভেম্বর মাঈদুল ইসলাম কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর কয়েকদিন ধরে একটি প্রতারকচক্র  সরকারি অফিসিয়াল নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে ফোন করে উপজেলা নির্বাহী অফিসার এর পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ইউএনওর অফিসে জানানো হলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কটিয়াদী উপজেলায় সদ্য যোগদান করা নির্বাহী অফিসার  মাঈদুল ইসলাম জানান, সরকারি নম্বরে কল করে চাঁদা দাবি করছে প্রতারক চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকতে উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ, কটিয়াদী থানাকে অবহিত করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো তরিকুল ইসলাম জানান, ইউএনওর সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণার সাথে জড়িতদের ধরতে আমরা অনুসন্ধান শুরু করেছি৷ এ বিষয়ে পুলিশ কাজ করছে৷


যাযাদি/এসএস