বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে গরু চুরির অভিযোগে তিন জনকে ধরে বেআইনী পন্থায় মারপিট ও ছেড়ে দেয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার জয়ডিহি গ্রামের রমেশচন্দ্র হীরা (৬২) জানান, রাত ৩টায় তার ছেলে গোয়ালে গরুর লাফালাফির শব্দ পেয়ে তাকে ডেকে ঘর থেকে বের হয়। তখন দেখে গোয়াল থেকে গরু নিয়ে রাস্তায় যাচ্ছে চোরেরা। চোরদের পিছুনিলে রথীনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে তারা। তখন রথীন চোর চোর বলে চিৎকার করে বাড়ির ভেতরে ফিরে আসে। এরপর বাবা ও ছেলে একসাথে চোর চোর বলে ডাক চিৎকার করে আবারো রাস্তার দিকে যায়। তখন আশপাশের লোকজন সজাগ হওয়ায় গরু রেখেই চোরেরা তাদের ট্রাক নিয়ে পালিয়ে যায়। বেপোরোয়া গতিতে পালানোর সময় পাকা রাস্তার মাইল ফলক ভেঙ্গে রেখে যায়। রমেশচন্দ্র আরো জানান, পালানোর সময় দিশেহারা হয়ে হাড়িদাহ গ্রামের একটি ভুল রাস্তায় ঢুকে আবার পেছনে ফেরার সময় স্থানীয়রা ওই ট্রাক সহ তিন জনকে ধরে ফেলে। ওই খবর পেয়ে তিনি হাড়িদাহ গ্রামে যান এবং দেখেন তিন জনকে মারপিটের পর বেঁধে রাখা হয়েছে। এছাড়া হাড়িদাহ মাদ্রাসা মাঠে আটক রাখা হয়েছে ট্রাক।
হাড়িদাহ এলাকার গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান, রাত সাড়ে তিনটার দিকে ইউপি সদস্য আশরাফুল আলম তাকে মোবাইলে বলেন, চোর ধরা হয়েছে। তখন ওই চোরদের না মেরে উক্ত ইউপি সদস্যের হেফাজতে রাখার পরামর্শ দেন বলেও জানান গ্রাম পুলিশ।
ইউপি সদস্য আশরাফুল আলম জানান, এলাকার লোকজন ট্রাক সহ তিন জনকে ধরে মারপিটের পর বেঁধে রাখে। তিনি বিষয়টি তাৎক্ষণিক গ্রাম পুলিশ মনিরুজ্জামানকে জানান। ওই তিন জনকে স্থানীয় শহিদুল ও মামুন এর নেতৃত্বে ধরে মারপিটের পর বেঁধে রাখা হয়, আবার তারাই ছেড়ে দেন বলেও জানান তিনি।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গরু চুরি চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ায় চোর বা চোরেরা ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে উক্ত ট্রাক সহ তালা কাটা যন্ত্র জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।