'এন্ট্রিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনিই সময়' এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সচেতনতা সপ্তাহ উপলক্ষে সোমবার নীলফামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এন্ট্রিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অবহিত করন সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার।
সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অবহিতকরণ সভায় ডাক্তার, শিক্ষক, কেমিস্ট, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম