সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মোল্লাহাটে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাটে ৭ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হেদায়েতুল্লাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পিয়াজ, খেসারি, বোরো হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এসকল বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলায় সূর্যমুখী-৩৫০ জন, সরিষা- ১১০০জন, গম- ১০০ জন, খেসারি-৭০ জন, শীকালীন সবজি-১০০ জন উফশী, শীতকালীন সবজি ( হাইব্রিড) ৩০০ জন ও বোরো হাইব্রিড ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে