কর্ণফুলীতে দুই দোকানে আগুন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৭

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাহ ছমিউদ্দিন মাজারের পাশে আগুনের এঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থরা হলেন চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ঘটনাস্থল এলাকার এবাদুল হকের ছেলে মো. শাহজাহান (৪২) এবং তার ভাই মো. সাইফুল (৩৫)। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি কুরিং কর্ণারের অপরটি হার্ডওয়্যারর পণ্য সামগ্রীর বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রে আনে। আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. সাইফুল বলেন, কিভাবে কি হয়ে গেল বুঝতেছি না। গতকালও আমার বড় ভাই দোকানে ৯০ লাখ টাকার মালামাল ডুকিয়েছে দোকানে। যা কিস্তির টাকায়। আমাদের দুই ভাইয়ের প্রায় ১৩- ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, কিভাবে সামলাবো বুঝে উঠতে পারতেছি। আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। 

কর্ণফুলী ফায়ার সার্ভিস জানিয়েছেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনলে দুটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস।


যাযাদি/ এম