সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় মৃত ব্যক্তির কবর দেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মুখোমুখি অবস্থান

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৪
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের আনোয়ারায় মৃত ব্যক্তির কবর দেয়া কে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় দু'পক্ষের মারমুখি অবস্থানের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলার বটতলী মৌজায় সোমবার সকাল ১১ টায় এই ঘটনা ঘটে।। সংঘটিত ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। দু'পক্ষই নিজ নিজ অবস্থানে থেকে কবরস্থানের দাবি করছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার বটতলী মৌজার দেয়াং পাহাড়ে ইব্রাহিম ফকির বাগিচা (ইব্রাহিম শাহ মাজার) দীর্ঘদিন ধরে কবরস্থানের নূরপাড়া ও ওয়াপদার পাড়ার সীমানা অংশের বিরোধ নিয়ে কয়েক দফা ঘটনাও ঘটেছে। কবরস্থানের বিরোধ দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ায় প্রায় সময় কবর দেয়া কে কেন্দ্র করে ঘটনা ঘটছে। সোমবার সকাল ৬;টায় বটতলী নূরপাড়া মৃত আব্দুস সালামের পুত্র আসাদ আলী( ৫৫) মারা যান। লোকজন ওই মৃত ব্যক্তির কবর খনন করতে গেলে জনৈক ব্যক্তি বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। দু'পক্ষের লোকজন জড়ো হয়ে মারমুখি অবস্থান নেয়। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশের পৃথক দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। যৌথ বাহিনীর হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়। আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায় বটতলী নূরপাড়া ও ওয়াপদা পাড়ার মধ্যে কবর স্থানকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নূর পাড়ার বাসিন্দা মৃত আসাদ আলীর কবর খননের সময় এই ঘটনা ঘটে। তিনি বলেন পরিস্থিতি শান্ত, যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানে কবর দেয়া হবে। সেনাবাহিনীর একটি টিম সেখানে রয়েছে। স্থানীয় ফেরদৌস হোসেন জানায় কবরস্থানে একটি দেওয়াল ছিল। দেওয়ালের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। স্থানীয় এয়ার মোহাম্মদ জানায় কবরস্থানটি সরকারি জায়গা। সুষ্ঠু সমাধান ও বিরোধ নিষ্পত্তির জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছিল।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে