টেকনাফে দু'গ্রুপের ‘গোলাগুলিতে’ যুবক নিহত
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৬:২১
কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে আব্দু রহমান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির নয়াবাজার এলাকায় এই এ ঘটনা।
নিহত যুবক ওই ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নয়াপড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম বলেন, আধিপত্য বিস্তার, মাদক পাচারের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে টানা ১ ঘণ্টা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। পরে নিহতের স্বজনরা অপরপক্ষে ঘরে আগুন দেন। এতে কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারী জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে শুনে পুলিশ কে জানিয়েছি। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করিলে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/এআর