চট্টগ্রামের বাঁশখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরি নাথ পাড়ার মৃত বিপিন চন্দ্র ধরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সাধনপুরের বৈলগাঁও বণিকপাড়া টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে এস. আলম বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অবিনাশ ধর নামে এক পথচারী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।'
নিহতের ছেলে সুমন ধর বলেন, ‘বেলা ১১ টার দিকে ঠাকুরদা-ঠাকুরমার শ্বসানে বাতি জ্বালানোর কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন বাবা। এরপর পায়ে হেটে বনিক পাড়া টেক এলাকায় পৌঁছালে উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস ও বিপরীত মুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাবা।'
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘সাধনপুর বনিক পাড়া টেক এলাকায় প্রধান সড়কে এস.আলম বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গাড়ির ধাক্কায় রাস্তায় থাকা অবিনাশ ধর নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করেছে। বাসটিও আটকের চেষ্টা চলছে।'
এদিকে এ ঘটনায় নিহত অবিনাশ ধরের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরতের চেষ্টা করছে। পরিবার লিখিত আবেদন করলে লাশ তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।'
যাযাদি/এআর