নাব্যতা সংকটের কারণে পারাপারের অপেক্ষায় থেকে গত ১১দিনে চিলমারী নদীবন্দর থেকে ফেরত গিয়েছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। গত ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এরপর থেকে পারাপারে অপেক্ষারত ট্রাকগুলো চরম ভোগান্তি নিয়ে ফেরত যায়।
বিআইডব্লিউটিসি সুত্রে জানাগেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌপথে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রী নিয়ে নিয়মিত পারাপার করে আসছিল। নভেম্বরের শুরু থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে তুলনামূলক কম পরিবহন নিয়ে ফেরি চলাচল করছিল। কিন্তু গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) রৌমারী ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ফেরির নিচের অংশ আটকে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষায় থেকে ফেরত যায়।
চিলমারী-রৌমারী নৌপথে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দুই একদিনের মধ্যে খনন কাজ শেষ হবে। এরপর মার্কিং শেষে জানাযাবে কবে থেকে ফেরি চলবে।
যাযাদি/ এসএম