চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার গণ্ডামারা বড়ঘোনা উচ্চবিদ্যালয় মাঠে গন্ডামারা বড়ঘোনা ব্লাড ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ফোরামের এডমিন নাহিদুল ইসলামের সঞ্চালনায়, এডমিন হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসাইনের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আসিফুল হক, গণ্ডামারা ব্লাড ফোরামের উপদেষ্টা শাহাদাত ইউসুফ চৌধুরী, উপদেষ্টা মাওলানা নুরুল হক সিকদার, সমাজসেবক মাওলানা মোজাম্মেল হক, গন্ডামারা বডঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, মাওলানা মুহাম্মাদ হোসাইন, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, বাংলাদেশ গ্রাম কল্যাণ সোসাইটি বাঁশখালী শাখার সহ সভাপতি ডা. শিহাব উদ্দিন, আরিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান সোহেল প্রমুখ।'
অনুষ্ঠানে গন্ডামারা ব্লাড ফোরামের এডমিন শাহাব উদ্দিন তালুকদার, মোহাম্মদ আনিছ উদ্দীন, জহিরুল ইসলাম, এইচএম ওয়াহেদ মুরাদ, হাবিব সিকদার, আব্দুর রহিম, রবিউল আলম, হামিদুর রহমান চৌধুরী, হাসান নুর ও ওমর ফারক পারভেজসহ ব্লাড ফোরামের মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন।'
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রক্ত ম্যানেজ করার মাধ্যমে আজ গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ফোরাম সারা বাঁশখালীতে পরিচিত। এই রক্তদাতা সংগঠন একদিন সারাদেশের আলোকবর্তিকা হয়ে উঠবে। এই সংগঠন ইতিমধ্যে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তের যোগান দিয়েছে। সংগঠনের সদস্যদের প্রশংসা করতে হয়। তাদের মতো তরুণরা আছেন বলেই আজ দেশের মানুষরা বিনামূল্য রক্ত পাচ্ছে। আমরা এই গণ্ডামারা-বডঘোনা ব্লাড ফোরামের সফলতা কামনা করছি।'
অনুষ্ঠান শেষে, ‘বিগত বছরে সর্বোচ্চ সংখ্যক রক্তদাতা সংগ্রহ করায় সংগঠনের কো-এডমিন/মডারেটর ওমর ফারুক, আজিজুল হক, সাইফুল ইসলাম শাওন, গিয়াস উদ্দিন তালুকদার ও জাহেদুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।'
যাযাদি/এআর