চকরিয়ায় দখল হওয়া সামাজিক বনায়ন উদ্ধার করতে মানববন্ধন 

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৩:২৭

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক বনায়নের আওতায় বরাদ্দ পাওয়া ও দখল বাজ কর্তৃক অবৈধভাবে দখলে নেয়া বনভূমি  উদ্ধারের জন্য মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন বনবিভাগের উপকারভোগীরা। 

রোববার চকরিয়া পৌর শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগীরা এ মানববন্ধন সম্পন্ন করেন। পরে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা চকরিয়া সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেছেন । 

মানববন্ধনে উপকারভোগী সদস্যাদের মধ্যে  বক্তব্য রাখেন,  মোজাফ্ফর আহমদ (৭১), নাজিম উদ্দিন (৪০), নান্টু কুমার দে (৫০), তরুন দে (৫০), ছফুরা বেগম (৬০) ও সাহাব উদ্দিন (৫০)।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করেন , ২০১২ সালে  চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন  চকরিয়ার বরইতলী বনবিটে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন মেয়াদের  সামাজিক বনায়ন বরাদ্ধ দেয়া হয়। বন বিভাগের বরাদ্দ পাওয়া উপকারভোগীরা  দুই তিন বছর ধরে গাছ রোপন করে বড় করলেও ১৫ সালে দিকে উপকার ভোগীদের মারধর ও বিভিন্ন  মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে সামাজিক বনায়নের বনভুমি দখল করে নেয় বরইতলীর নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুল গং।

ভুক্তভোগীরা আরও  বলেন,  বরইতলীর ডজন মামলার আসামী ও আওয়ামিলীগ ক্যাডার নজরুল বাহিনীর প্রধান নজরুল ও ইসমাইল গংরা সুবিধাভোগীরদের দখল থেকে  তাড়িয়ে দিয়ে প্লট আকারে দখল বিক্রী করে বনভুমিতে তৈরী করে গড়ে  তুলেছে বহু  বিলাসবহুল বাড়ি, ঘর, পুকুর ও বাগান। এভাবে দখলবাজরা সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সহযোগিতায় গত বিশ বছরে বিক্রী করে দিয়েছে অন্তত: তিন শত একর বনভুমি।  বনভুমির দখল বিক্রী করে বনাঞ্চলে নজরুল ও ইসমাইল গংরা গড়ে তুলেছেন বিলাসবহুল বাগানবাড়ী।

তারা আরও অভিযোগ করেন , বরইতলী বনবিটের সেঞ্চুরি পাড়া ও বড়ঘোনা বিগত ২০১০-১১ সালে সৃজিত সামাজিক বনায়ন আগর বাগান, বাঁশ বাগান ও  আকাশ মনি গাছের বাগান উদ্ধারের দাবীতে তারা এ মানববন্ধন করেছে  বলে দাবী করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

যাযাদি/ এসএম