গৌরীপুরে আওয়ামী লীগের দোসরের নামে রেলওয়ে পুকুরের লিজ বাতিলের দাবি
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৩:২০
আওয়ামী লীগের দোসর আজিজুল ইসলামের নামে রেলওয়ে পুকুরের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় ‘গৌরীপুর রেল জংশন এলাকার লোকজন,বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা বাবলু মিয়া, মৎস্যজীবী দলের গৌরীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম মিন্টু।
বক্তারা গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরের লিজ গ্রহিতা আজিজুল ইসলামকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে বলেন- রেলের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘ সময় ধরে রেলওয়ের ওই পুকুরটি অবৈধভাবে ভোগ দখল করে আসছেন আজিজুল ইসলাম। রেলওয়ের একটি পুকুর দীর্ঘ বছর এক ব্যক্তির হাতে থাকতে পারেনা। তাই ওই পুকুরের অবৈধ লিজ বাতিল পূর্বক আওয়ামী লীগ দোসরমুক্ত উন্মুক্ত টেন্ডার প্রদানের দাবি করেন তারা।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মৎস্যচাষী আজিজুল ইসলাম নিজেকে রেলেওয়ের পুকুরের একজন বৈধ লিজ গ্রহিতা উল্লেখ করে সাংবাদিকদের জানান- তিনি কোন সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। একজন প্রকৃত মৎস্যচাষী হিসেবে গৌরীপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পুকুরটি সরকারি বিধি মোতাবেক লিজ গ্রহন করে প্রায় ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তাতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
যাযাদি/ এসএম