সোনারগাঁওয়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে টিস্যু কারখানার আগুন
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১২:২৭
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
রাজন মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, “রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন এক ভবন থেকে আরেক ভবনে ছড়িয়ে পড়েছে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি”।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, “আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের ২টি ইউনিটির চেষ্টায় সোমবার সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে”।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারব”।
যাযাদি/ এসএম